এইচআরপি মিডিয়া ও এইচআরপি আর্ট স্কুল নামে ইউটিব চ্যানেলের উদ্বোধন

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০১:০৪ পিএম, সোমবার, ৫ অক্টোবর ২০২০ | ৭১০

মো. জাহিদ হোসেন হেলাল (হেলাল মাস্টার) রচিত ও পরিচালিত এইচআরপি মিডিয়া ও এইচআরপি আর্ট স্কুল নামে ইউটিব চ্যানেলের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষামুলক ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান আনছারী।

উদ্বোধক ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, ভুঞাপুর ইব্রাহীম খা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অনিক রহমান বুলবুল, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী, গোসাই জোয়াইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ আল মামুন ও দেহগড়ি শরীরচর্চা ক্লাবের সভাপতি তপন কুমার ভট্রাচার্য্য প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন এইচআরপি মিডিয়া ও এইচআরপি আর্ট স্কুল নামে ইউটিব চ্যানেলের পরিচালক মো. জাহিদ হোসেন হেলাল (হেলাল মাস্টার)।