দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে
মির্জাপুরে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


টাঙ্গাইলের মির্জাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার উপজেলার বহুরিয়া ইউনিয়নে ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। পর্যায়ক্রমে পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের বন্যাকবলিত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আকতারুজ্জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আহসান হাসিব খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছামাদ, বহুরিয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল সামাদ সিকদার, এবং উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাংবাদিকদের বলেন, মির্জাপুর পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২হাজার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ দেয়া হয়েছে। আরও বলেন,পূর্বেও ১,১০,০০০নগদ অর্থ এবং ৪,০০০ পরিবারকে এ ত্রাণ দেয়া হয়েছে, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী রয়েছে। ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তারা উল্লেখ করেন।