কালিহাতীতে ট্রাক পিকআপ সংঘর্ষে চালক নিহত


টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যান ও কার্গো ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান বলেন, সকাল সাড়ে ৭ টার দিকে হাতিয়া এলাকায় পিকআপ ভ্যান ও মুরগির বাচ্চা ভর্তি কার্গো ট্রাকের সাথে সংঘর্ষে পিকআপ চালক নিহত ও হেলপার আহত হয়। সংঘর্ষের পরপরই অন্য একটি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী ট্রেন লাইনে উঠে পরায় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তেলের বগির সাথে দ্বিতীয় বার সংঘর্ষ হয়। তখন থেকে প্রায় ১ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
দুর্ঘটনার পর রেল যোগাযোগ বন্ধ থাকলেও বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর ইফতেখার রোকন।
বঙ্গবন্ধু সেতুপূর্ব ট্রেন স্টেশনের সহকারি মাস্টার আব্দুল মান্নান বলেন, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।