ঘাটাইলে বীরমুক্তিযোদ্ধা খরকু মুক্তারের স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টার্ফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:০৬ পিএম, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০ | ৫৩৬

টাঙ্গাইলের ঘাটাইলের বৃহত্তর সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সন্ধানপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  বীরমুক্তিযোদ্ধা শহীদ নূরুল ইসলাম খান খরকু মুক্তারের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে  স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,মহিলালীগের আয়োজিত সংগ্রামপুুর  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মো. নূরুল  ইসলাম খানের সভাপতিত্বে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথী  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের  সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক ভাইস চেয়ারম্যান মো.আরিফ হোসেন,রসুলপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এমাদুল হক সরকার,দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবআ:করিমসহজেলাউপজেলা,ইউনিয়নআওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ,মহিলাআওয়ামীলীগ,নবীণলীগ,বঙ্গবন্ধু অনলাইন ঐক্য পরিষদের নেতাকর্মীরা।