শহর থেকে কাঁচামাল আড়ৎ অনত্র হস্তান্তরের জন্য মানববন্ধন


পঞ্চগড় বাঁচাও দূষন হটাও এই শ্লোগান কে সামনে রেখে পঞ্চগড় জেলা শহরের সকল স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় ঢাকা মহাসড়কে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় পৌরসভার মধ্যে নানা অনিয়ম যত্রতত্র গাড়ি পার্কিং, ময়লার স্তুপ, ট্রাকে করে তিরপাল দিয়ে ঢাকা ছাড়াই বালি বহন, বাজারের ভিতরে কাঁচামাল আড়ৎ এর ময়লা আবর্জনা রাস্তায় ফেলায় পরিবেশ দূষনসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি কারণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় বঙ্গবন্ধু কাঁচা বাজার আড়ৎ বণিক সমবায় সমিতির সভাপতি মোঃ শাহজাহান আলী,পঞ্চগড় বাজার বণিক সমিতির সদস্য আবুল পন্ডিত, বাদশা মিঞা, রেজাউল করিম রেজা প্রমুখ।
পঞ্চগড় বাজার বণিক সমিতির সদস্য পঞ্চগড় পৌরসভা কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের পঞ্চগড় শহরের অনেকে অলিগলিতে চলাফেরা করার পরিবেশ নেই। বাজারের বিভিন্ন গলিতে ব্যবসায়ীরা চলাফেরার রাস্তার দখল করে তাদের দোকানের মালামাল সাজিয়ে রাখেন। বিধায় মানুষের চলাচলের ব্যাঘাত ঘটছে। বাজারের ভেতরে ময়লা আবর্জনা রাস্তায় ফেলানোর কারনে দুর্গন্ধের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন বর্ষাকালে কাঁচামাল আড়ৎ এর রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না। আড়ৎ এর ময়লা আবর্জনা রাস্তায় ফেলার কারণে অনেক সময় পথচারীসহ স্কুল-কলেজের ছেলে মেয়েদের পিছলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এসব দেখার দায়িত্ব যার তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। পৌরসভা সংস্কারের জন্য প্রতিবছরই সরকার একটি বরাদ্দ দিয়ে থাকেন এসব বরাদ্দের অর্থ কোথায় ব্যয় হয় কর্তৃপক্ষই ভালো জানেন। আমরা পৌরবাসী ট্যাক্স ভ্যাট সব কিছুইদেই কিন্তু আমাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকবো কেন। আমরা সুন্দর বাস যোগ্য একটি নগরী চাই।