নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ১০০০ তম দিন উদযাপন


টাঙ্গাইলে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ১০০০তম দিন উদযাপন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর বুধবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ফেস্টুন উড়িয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
পরে একটি আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল ডিসি লেকে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের ১০০০তম দিন পুর্তি উপলক্ষে বাংলাদেশর ৬৪টি জেলাসহ বিশ্বের প্রায় ৫০টি দেশে একযোগে এ দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মিলাদ ও দোয়া মাহফিল, কোরআন শরীফ এবং পথশিশু ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
জেলা এম্বাসেডর আশিক আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এম্বাসেডর ও মডারেটর- ইবনে সাইম রানা, জহির ইসলাম, ইকবাল হোসাইন, আল আমীন, মাজেদুল ইসলাম, আবিরুল হাসান সোহেল, এস বি সাহেদ, মুকুল মিয়া, শাকিলা মুমু, সাগরিকা ইকবাল, জাহিদ মৃধা, ইসমাইল হোসেন হৃদয়, এ এস আসলাম, আজাদুর রহমান আজাদ সহ টাঙ্গাইল জেলার সকল ভলেন্টিয়ার, ও সংগঠনের সদস্যবৃন্দ।