গোপালপুরে বজ্রপাতে আনসার আলীর মৃত্যু 

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৪৭ এএম, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০ | ৫৮৪
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়া ডাকরি গ্রামে আনসার আলী (৩০) নামের এক ব্যক্তিসহ তার ২টি গবাদি পশুর মৃত্যু ঘটনা ঘটে। 
 
জানা যায় (২০ সেপ্টেম্বর) রবিবার বিকেলে প্রচন্ড বজ্রপাতের সৃষ্টি হয়, সেই সময় মাঠে থেকে তার দুইটি গবাদিপশু নিয়ে বাড়িতে ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আনসার আলী (৩০)  ব্যক্তিসহ তার ২টি গবাদি পশুর মৃত্য হয়। 
 
নিহত আনসার আলী ওই গ্রামের হায়াত আলীর সন্তান। মৃত্যুকালে সে তার স্ত্রীর গর্ভে ৮ মাসের একটি সন্তান রেখে যান। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।