আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ | ৬৬১

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রবীণ আলেম আল্লামা আহমেদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শুক্রবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজত ইসলামের আমির হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক (মুহতামিম) পদ থেকে সদ্য পদত্যাগ করা আল্লামা শাহ আহমদ শফী।