আল্লামা শফীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ | ৫১৫

হেফাজতে ইসলামের আমির আল্লাম আহমদ শফীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি এই শোক জানান। 

আজ শুক্রবার সন্ধ্যায় তিনি পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, তিনি ইসলামি শিক্ষার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পাশাপাশি কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নেও ভূমিকা রেখেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।