মির্জাপুর ক্যাডেট কলেজে আন্তহাউজ বার্ষিক ক্রীড়া

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৭ পিএম, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭ | ৯৭৭

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজে পাঁচ দিন ব্যাপি ৫৪ তম আন্তহাউজ বার্ষিকক্রীড়া(এ্যাথলেটিকস)প্রতিযোগিতা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে পাঁচ দিন ব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মি. বিমান রায় চৌধুরী।

এ সময় কলেজের এ্যাডজুট্যান্ট মেজর আব্দুল মালেক ও মেজর জাকারিয়া ফিরোজসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

পাঁচ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে তিনটি হাউজের দেড় শতাধিক ক্যাডেট অংশ নিবে। আগামী ৩০ ডিসেম্বর হবে সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে।