টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ | ৯১৬

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” টাঙ্গাইল সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেছেন টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন।

আজ শুক্রবার দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপজেলার দাইন্যা,পোড়াবাড়ি,কাতুলি এবং ছিলিমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০০ পরিবারে মাঝে ১০ কেজি চাল ও ৪০ জনকে শিশু খাদ্য বিতরণ কার হয়।

এসময় ছানোয়ার হোসেন এমপি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে যে কোন দূর্যোগে বর্তমান সরকার জনগনের পাশে থাকে। বন্যা আমাদের দেশে একটি প্রাকৃতিক সমস্যা । আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে।

এসময় আরোও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, সদর উপজেলা যুগ্ম- সাধারণ সম্পাদক হযরত আলী,টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কায়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দ।।