সখীপুরে নৌকা ডুবে যুবক নিহত


টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান এলাকায় বুধবার বেলা এগারটার সময় বংশাই নদীতে নৌকা ডুবে সোহান(২০)নামে এক যুবক নিহত হয়েছে। সোহান কালিয়ান দোপাপাড়া এলাকার মাসুদের ছেলে। সে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছিল।
জানা যায়,সোহান পোল্ট্রি ফার্মের খাঁচা নিয়ে নৌকা যোগে কালিয়ান দোপাপাড়া বাড়িতে যাচ্ছিল। নৌকাটি রতনগঞ্জ বংশাই নদীতে ডুবে গেলে সোহান নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা ২টার দিকে তার মরদেহ খোঁজে পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।