এডমিরাল পদে পদোন্নতি নৌ বাহিনী প্রধানের


প্রকাশিত: ০৪:০৪ পিএম, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ | ৩৯০

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌ বাহিনী প্রধান এম শাহীন ইকবাল। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌ প্রধানকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

এম শাহীন ইকবাল ১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌ বাহিনীতে যোগদান করেন এবং ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। 

গত ২৫ জুলাই থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এম শাহীন ইকবাল।