বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৮ এএম, রোববার, ১৬ আগস্ট ২০২০ | ৬০৫

টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ রাজিব ভূইয়া টুটুল ( ২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব ১২ এর সদ্যসরা।

শনিবার (১৫ আগষ্ট ) রাতে উপজেলার দক্ষিণ পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্বার করা হয়।

গ্রেফতারকৃত আসামী রাজিব ভূইয়া টুটুল ওই এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী বলেন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ পাড়া পল্লী বিদ্যুৎ এর সাব-স্টেশন এর সামনে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে থাকে।