নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮ | ৪২১

“স্বয়ংসম্পূর্ন মাছের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালীটি উপজেলার কমপ্লেক্স ভবনের সামনে থেকে বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, মৎস্য কর্মকর্তা মো. নাছির উদ্দিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে উপজেলা পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি।