মির্জাপুরে পারিবারিক কলহে গৃহবধুর আত্মহত্যা

মির্জাাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬ পিএম, শুক্রবার, ৭ আগস্ট ২০২০ | ৬৬৮

টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে গৃহবধু সামিয়া আক্তার মেঘলা (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৭ আগষ্ট) সকালে উপজেলার মীর দেওহাটা গ্রামে এই ঘটনা ঘটে।

ওই গুহবধুর স্বামীর নাম জুয়েল ব্যাপারী। বাড়ি উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে।তাদের আড়াই বছর ও চার মাস বয়সী দুটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, অত্যন্ত দরিদ্র পরিবার ও অভাব অনটনের সংসার ছিলো সামিয়ার। তুচ্ছ বিষয় নিয়ে শুক্রবার সকালে সামিয়া স্বামীর সাথে কথা কাটাকাটির জের ধরে বসত ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসলাম জানিয়েছেন।