মির্জাপুরে বন্যার পানিতে ডুবে কলেজ ছাত্র নিখোঁজ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:২১ পিএম, বুধবার, ৫ আগস্ট ২০২০ | ৫৬৮

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আল-আমিন (২২) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের রোয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ কলেজ ছাত্র ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের আব্দুর রকমান আলীর ছেলে । সে মির্জাপুর সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

জানা যায়, এলাকার কয়েকজন যুবক মিলে বিকেলে রোয়াইল বাজার এলাকায় ঐ স্থানে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে হঠাৎ করে পানিতে ডুবে নিখোঁজ হয় আল-আমিন। অনেক খোঁজাখোজি করলেও তার সন্ধান এখনো মিলেনি।

তবে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলেও কোনো লাভ হয়নি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তার বিভিন্ন জায়গায় পানি থাকায় পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস ইউনিট।

এ বিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যা হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ডুবুরি দলের সদস্যদের আপাতত আনা সম্ভব হচ্ছে না। আগামীকাল সকালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।