প্রধানমন্ত্রী অভ্যর্থনায় প্রস্তুত হচ্ছে মেয়র গলি


বাড়ি ঠিকানা ২ নম্বর চশমা হিল, ষোলশহর, চট্টগ্রাম। তবে চট্টগ্রামবাসী ওই গলিকে মেয়র গলি বলেই চেনন। যদিও গত দুই দফায় চট্টগ্রামের নগরপিতা ছিলেন না তিনি, তবু এখনও মেয়র গলি হিসেবেই পরিচিত সদ্য প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর বাড়ির সড়কটি।
আগামী ২৫ ডিসেম্বর (রবিবার) বিকেলে সেই গলিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী এ বি এম মহিউদ্দীন চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতেই তিনি সেখানে যাবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদউদ্দিন মাহমুদ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুত হচ্ছে মেয়র গলি। ইতোমধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে সড়ক সংস্কার করা হয়েছে। চলছে সড়কের দুই পাশের ড্রেন পরিষ্কার আর সড়কবাতিতে নতুন বাতি লাগানোর কাজ। এ কাজ তদারকিতে সিটি করপোরেশনের পাশে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা।
এর আগে সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুজকাওয়াজে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শহরের যে পথগুলো দিয়ে প্রধানমন্ত্রী চলাচল করবেন সেগুলোর সংস্কার করা হয়েছে। এসব সড়কে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর ভোররাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বন্দরনগরীর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দীন চৌধুরী।