মির্জাপুরে মাদক কারবারি পুলিশ রিমান্ডে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২৫ পিএম, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তারকৃত রিপন আলী (৩৭) নামে এক মাদক কারবারিকে তিনদিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ।

শনিবার সকালে রিপন আলীকে টাঙ্গাইল আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা এলাকার রোদেলা হোটেলে  অভিযান চালিয়ে হোটেলের কর্মচারী রিপনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় হোটেলের মালিক মাদক ব্যবসার ইন্দনদাতা সোহেল মিয়া পালিয়ে যায়। 

পুলিশ জানায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে সোহেল মিয়া একই ইউনিয়নের রশিদ দেওহাটা এলাকায় হোটেল ব্যবসা করে আসছেন। হোটেল ব্যবসার অন্তরালে চলে মাদক ব্যবসা।  

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান ও ইসলাম হোসেনের নেতৃত্বে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ হোটেলের কর্মচারী রিপন আলীকে গ্রেপ্তার করেন। এসময় হোটেলের মালিক সোহেল মিয়া পালিয়ে যান।

শনিবার সকালে টাঙ্গ্ইাল আদলতে রিপনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। । 

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, শনিবার রিপনের তিনদিনের রিমান্ড শুরু হয়েছে। হোটেলের মালিক সোহেলকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।