টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবি, ৫ জনের মৃত্যু

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৪:২২ পিএম, শুক্রবার, ৩১ জুলাই ২০২০ | ৪৫২

টাঙ্গাইলের বাসাইলে নৌকা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন স্থানীয় পল্লী চিকিৎসক ডা. সবদের আলী।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও  তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।  

ডা. সবদের আলী জানান, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। নৌকাটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়। এঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।  

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে।