করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল পৌর মেয়রের সহকারীর মৃত্যু


টাঙ্গাইল পৌর মেয়রের সহকারী হাসান মাহমুদ ৪৭ নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে তার শ্বাসকষ্ট অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারনে তার মৃত্যু হয়। তিনি টাঙ্গাইল পৌরসভার দক্ষিন থানা পাড়ার বাসিন্দা ছিলেন। গত ১০ জুলাই তার করোনা পজিটিভ আসে। পরে ডাক্তারের তত্বাবধানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ রায়। পরে ইসলামী ফাউন্ডেশনের নিয়মানুযায়ী টাঙ্গাইলের বেবীস্ট্যান্ড কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয় ।