টাঙ্গাইলে ইজতেমার দ্বিতীয় দিনে ২ মুসল্লির মৃত্যু


টাঙ্গাইলে ইজতেমার দ্বিতীয় দিনে বাধ্যক্ষ জনিত কারণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তাদের মৃত্যু হয় বলে জানা যায়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, ইজতেমায় শুক্রবার জুমার নামাজ আদায় করেন কয়েক লাখ মুসল্লি। এতে ইজতেমা প্রাঙ্গণে অবস্থান নেওয়া টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন।
এছাড়া বিদেশি আগত মুসল্লিরাও অংশ নেন। দুপুর দেড়টার দিকে জুমার জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন টাঙ্গাইল জেলা জামাতের আমীর আব্দুল হাই। জুমার নামাজে মূল স্থানে জায়গা না পেয়ে মুসল্লিরা আশপাশের রাস্তায় নামাজ আদায় করেন।
ইজতেমায় জুমার নামাজ শেষে মৃত দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ভোর থেকেই আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে।
প্যান্ডেল জামাতের আমির মুফতি নোমান নিয়াজী বলেন, ইজতেমায় আগত দুই মুসল্লির বাধ্যক্ষ জনিত কারণে মৃত্যু হয়েছে। তাদের নামাজের জানাজা ইজতেমার জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়।
জুমার নামাজে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেন। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হবে বলেও জানান তিনি।