মির্জাপুরে ভিটামিন এ প্লাস খাবে ৫৫ হাজার শিশু

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ এএম, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭ | ৪৩৪

টাঙ্গাইলের মির্জাপুরে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে প্রায় ৫৫ হাজার শিশুকে।
শনিবার মির্জাপুর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ্একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

মির্জাপুরে একযোগে ৫৪ হাজার ৯শ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৫ হাজার ৪ শ ৫০ এবং ১-৫ বছর বয়সী শিশুর সংখ্যা হচ্ছে ৪৯ হাজার ৪ শ ৫০ জন।

এ জন্য দুটি স্থায়ী কেন্দ্র কুমুদিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ মোট ৩শ ১৮টি কেন্দ্রে ৫শাতাধিক সেচ্ছাসেবী কাজ করবে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাত বলেন ২৩ ডিসেম্বর শনিবারের ক্যাম্পেইন সফল করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে।