গোপালপুরে সেই ইয়াবা সাদ্দাম ফের গ্রেফতার


গোপালপুরে ছাত্রলীগ থেকে বহিস্কৃত সেই ইয়াবা সাদ্দামকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে দশপিচ ইয়াবাসহ ফের গ্রেফতার করেছে থানা পুলিশ।
সাদ্দাম হাদিরা ইউনিয়নের মাহমুদপুর পশ্চিমপাড়ার মোজাফফর হোসেনের ছেলে। ইয়াবা সাদ্দামের গ্রেফতারে এলাকায় স্বস্তির নিশ্বাস ফিরে আসে।
থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছারোয়ার গোপনসুত্রে খবর পেয়ে হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মোড়ে অভিযান পরিচালনা করে দশপিচ ইয়াবাসহ সাদ্দামকে গ্রেফতার করেন। স্থানীয়রা জানান, সাদ্দাম এলাকায় ইয়াবা ব্যবসা করতো।
এর আগে ২০১৮ সালে হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক থাকাকালে সে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল। সে সময় মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। জেল হাজত থেকে বেরিয়ে সে পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়। এলাকায় একটা গ্যাং গড়ে তুলে মাদক ব্যবসা নির্বিবাদে চালায় সে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে সাদ্দামকে জেল হাজতে পাঠানো হয়েছে।