যমুনা গ্রুপের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে স্বরণসভা দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, বুধবার, ১৫ জুলাই ২০২০ | ৯০৮
টাঙ্গাইলে যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে স্বরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু অডিটরিয়ামে স্বরনসভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
 
প্রেসক্লাবের সভপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা টিভির টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুন। পরে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন মানিক।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।