টাঙ্গাই‌লে বজ্রপা‌তে শিক্ষার্থীর মৃত‌্যু; দুইজন আহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, সোমবার, ১৩ জুলাই ২০২০ | ৩৯৫

টাঙ্গাইলের ঘাটাইলের বজ্রপা‌তে শান্তা আক্তার (১৭) না‌মের এক শিক্ষার্থীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। সে উপজেলার পোড়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

এঘটনায় আ‌রো দুইজন আহত হ‌য়েছে। আহতরা হ‌লেন, ওই গ্রা‌মের আব্দুল আলীমের ছেলে রাসেল মিয়া (১৬) ও ফরহাদ মল্লিকের মেয়ে ফরিদা আক্তার (১৯)।

সোমবার (১৩ জুলাই) উপ‌জেলার পোড়াবা‌ড়ি গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানায়, বি‌কে‌লের দি‌কে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হয়। এ সময় শান্তা কলা গা‌ছের তৈ‌রি ভেলায় ভাস‌তে ছিল। প‌রে বজ্রপা‌তে শান্তা ঘটনাস্থ‌লেই মারা যায়। এছাড়া পা‌শেই রাসেল জাল উঠা‌তে ছিল। বজ্রপা‌তের শব্দে সে পানির মধ্যে লুটিয়ে পড়ে।

অপর‌দি‌কে ফরিদা দাঁড়িয়ে থে‌কে জাল তোলার দৃশ্য দেখছিল। সেও মা‌টি‌তে প‌ড়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঘাটাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক শান্তাকে মৃত ঘোষনা করেন। আহত দুইজন‌কে হাসপাতালে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন