“নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের” উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৮ পিএম, শনিবার, ২৫ এপ্রিল ২০২০ | ৬৭০

করোনা ভাইরাসের প্রতিরোধে দেশে চলমান পরিস্থিতিতে “নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের” উদ্যোগে টাঙ্গাইলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ শনিবার সকালে বাড়ি বাড়ি গিয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, মুড়ি, খেজুর, চিনি, ভেসন, সেমাই, লবণ, তেল।

বিতরণ কার্যক্রমের এ সময় উপস্থিত ছিলেন আলোকিতপ্রজন্ম.কম এর সম্পাদক মো.পারভেজ হাসান, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা এম্বাসেডর ইবনে সাইম রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্য বৃন্দ। ইফতার প্যাকেজ বিতরণ শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় পুরো রমজান মাস জুড়ে তাদের সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।