মহেশপুরে

পানিতে ডুবে জমজ দু’বোন হাসি ও খুশির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৪ পিএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ৪০৪

সারা বাড়িটা ভাঙ্গা ভাঙ্গ কথা আর হাসি কান্নায় ভরিয়ে রাখতো ফুটফুটে দু’বোন হাসি খুশি। ওরা দু’বোন এক সাথে পৃথিবীর আলো বাতাসে এসেছিল। আবার এক সাথে চলে গেল।

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে হাসি ও খুশি নামের জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের বয়স আড়াই বছর। এ সময় তাদের সাথে পানি পড়ে যাওয়া আরেক শিশু জান্নাতুল বেঁচে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামের এ ঘটনাটি ঘটে। হাসি ও খুশি উজ্জ্বলপুর গ্রামের ভ্যান চালক জহুরুল ইসলাম ওরফে ফুলচাঁদের মেয়ে।

প্রতিবেশিরা জানায়, সকালে ঘুম থেকে উঠে খেলতে যায়। এরপর বাড়ির পাশে প্রতিবেশি শামছুল হকের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মাহবুবুল আলম জানান, শিশু দু’টি হাসপাতালে আনার আগেই মুলত মারা গিয়েছিল। মহেশপুর থানার ওসি আহমেদ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক।