টাঙ্গাইলে ইয়াবাসহ গ্রেফতার ৩


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
রবিবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলায় হিংগানগর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দেলদুয়ার উপজেলার হিংগানগর (সাহা পাড়া) গ্রামের মোঃ ছলিম উদ্দিনের ছেলে মোঃ বারিক বারি (২৬),এলাসিন সানবাড়ী গ্রামের রমজান মোল্লার ছেলে মাসুদ রানা (২৬)ও গজিয়াবাড়ী পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে আঃ রাজ্জাক (২৯)।
র্যাব প্রেস বিজ্ঞতিতে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর, আবু নাঈম মোঃ তালাত এবং সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার হিংগানগর গ্রামে আটিয়া ইউনিয়ন পরিষদ সামনে আটিয়া মহিলা মহাবিদ্যালয় পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন এবং ৬টি সিম কার্ড উদ্বার করা হয়।
র্যাব আরোও জানায় আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ এবং টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।