স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১২:০১ পিএম, রোববার, ১২ জুলাই ২০২০
|
৪৮৬
টাঙ্গাইলের মির্জাপুরে নতুনকরে ৭ পুলিশ সদস্যসহ মোট ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন। ফলে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩০৮ জনে। রোববার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাকসুদা খানম।
নতুন শনাক্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) ৭ পুলিশ সদস্য, উপজেলার লতিফপুর ইউনিয়নের ৩ জন, বহুরিয়া ইউনিয়নের ১ জন, জামুর্কী ইউনিয়নের ১ জন, বানাইল ইউনিয়নের ১ জন ও মির্জাপুর পৌর এলাকার ১ জন রয়েছেন বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান জানান, এ পর্যন্ত তাদের পুলিশ ট্রেনিং সেন্টারের ১৮ জন পুলিশ সদস্য করোনা শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩০৮ জন। এরমধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১৩২ জন এবং বাকি ১৭১ জন চিকিৎসাধীন।