জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ে উপজেলা কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

এম,জুনাইদ উদ্দিন, চকরিয়া
প্রকাশিত: ০২:৩৪ পিএম, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | ৫৮৪

পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

২৩ নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল হক এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নরুল আমিন সিকদার, পূর্ব ভেওলা ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন, পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ প্রমুখ।

অতিথিৃন্দ বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উদ্যোগের কারণেই শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল।

পরে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মধ্যে খাতা বিতরণ করেন।