নাটোরে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ২৯৬

নাটোরের বাগাতিপাাড়ায় ‘বিজয় দিবস’ প্রাইজমানি ফুটবল টুর্র্ণামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রাক্তন খেলোয়াড় ও ক্রীড়ামোদীগণ এই খেলার আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মকলেছুর রহমান মুক্তা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, মেয়র মোশাররফ হোসেন, ওসি আব্দুল্লাহ্ আল-মামুন, থানা আওয়ামীলীগ সেক্রেটারী সেকেন্দার রহমান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম খাঁন ডাবলু, উপজেলা ক্রীড়া সংস্থা’র সেক্রেটারী আল মামুন সরকার, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকৌশলী খালিদ হোসেন লিটন ও বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মোট ষোলটি দলের অংশ গ্রহণে ২১ডিসেম্বর-১৭ থেকে ২৫জানুয়ারী-১৮ পর্যন্ত খেলাটি চলবে। উদ্বোধনীতে খেলায় অংশ গ্রহণ করে রাজশাহী ফুটবল ট্রেনিং সেন্টার বানাম মরহুম গাজীউর রহমান স্মৃতি ফুটবল একাদশ সিংড়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সেক্রেটারী শামীম সরকার।

খেলার মাঠে স্কাউটদের সহযোাগীতায় ‘শিশু নির্যাতন-শিশুশ্রম বন্ধ, ‘খাদ্যে ভেজাল দিবনা-খাদ্যে ভেজাল খাব না’ ‘খাদ্যে ফরামালিন দিবেন না-মানুষ হত্যা করবেন না’ ‘মাদক ছাড়–ন-সুন্দর জীবন গড়–ন’ ‘নেশা ছাড়ো-কলম ধরো’ যৌতুক দিবেন না-যৌতুক নিবেন না’ ‘সন্ত্রাস-জঙ্গী-ইভটিজিং ছাড়ো, খেলা-ধুলায় অংশ গ্রহন করো’ ‘অপ্রাপ্ত ছেলে-মেয়েদের মোবাইল হতে দূরে রাখুন’ ‘প্রতিবন্ধি ছেলে-মেয়েদের অবহেলা করবেন না’ ‘গাছ লাগান- পরিবেশ বাঁচান’ সহ বিভিন্ন সামাজিক আন্দোলন সম্বলিত লেখা ব্যানার-ফেস্টুন দেখা যায়।