ভূঞাপুরে ২৯৫ টি সোলার সিস্টেম বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১০ পিএম, শুক্রবার, ১০ জুলাই ২০২০ | ৪২১

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০১৯-২০ অর্থ বছরে সংসদ সদস্যের জন্য নির্বাচনী এলাকা ভিত্তিক টিআর, কাবিখার বরাদ্দ থেকে ৭৮ লাখ ১৭ হাজার ১২০ টাকা ব্যায়ে ২৯৫ টি সোলার সিস্টেম বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।

এসময় উপজেলা প্রকল্পবাস্তবায়ণ কর্মকর্তা মো.জহুরুল ইসলাম জানান, সংসদ সদস্যের ২৯৫ টি সোলার সিস্টেমের মধ্যে ২৩৫ টি হোম সিস্টেম এবং ৬০ টি স্ট্রিট লাইট বিতরন করা হয়।