যমুনা নদী‌তে পড়ে সাত বছ‌রের শিশু নি‌খোঁজ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১০:৪৬ এএম, রোববার, ৫ জুলাই ২০২০ | ৫৬১

সাত বছ‌রের শিশু নাতি‌কে নি‌য়ে তিল শুকা‌তে যমুনা নদীর কা‌ছে গি‌য়ে‌ছিল নানী। তিল শুকা‌তে ব‌্যস্ত নানী অপর‌দি‌কে খেল‌তে খেল‌তে যমুনা নদী‌তে প‌ড়ে নি‌খোঁজ হয় শিশু খায়রুল। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ডুবুরী রাত সা‌ড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চা‌লি‌য়েও শিশুর সন্ধান পায়‌নি।

শ‌নিবার (৪ জুলাই) বি‌কে‌লে টাঙ্গাই‌লের  ভূঞাপু‌র উপ‌জেলার চরভরুয়া এলাকায় এমন ঘটনা ঘ‌টে।  নি‌খোঁজ ওই শিশু গোপালপুর উপ‌জেলার শাখা‌রিয়া গ্রা‌মের জাহাঙ্গীর হো‌সে‌নের ছে‌লে।

স্থানীয়রা জানায়, উপ‌জেলার চর ভরুয়া এলাকার যমুনা নদীর কা‌ছে নানীর সা‌থে শিশু খায়রুল তিল শুকা‌তে গি‌য়ে‌ছিল। এমন সময় নানী তিল শুকা‌নোর কা‌জে ব‌্যস্ত থাকায় শিশুটি খেল‌তে খেল‌তে যমুনা নদী‌তে প‌ড়ে যায়। প‌রে খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ডুবুরী দল উদ্ধার অ‌ভিযা‌নে নে‌মেও রাত সা‌ড়ে ৭টা পর্যন্ত কোন খোঁজ  পায়‌নি শিশু‌টির।

ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার একাব্বর আলী জানান, খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ডুবুরী দল উদ্ধার অ‌ভিযা‌ন শুরু ক‌রে‌ছে। ত‌বে নদী‌তে ব‌্যাপক স্রোত র‌য়ে‌ছে। উদ্ধার অ‌ভিযান অব‌্যাহত আ‌ছে।