ভূঞাপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩১ পিএম, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০ | ৫২৬

টাঙ্গাইলের ভূঞাপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার ছাব্বিশা এলাকার মোঃ ছানোয়ার হোসেন ও সারপলশিয়া এলাকার মোঃ মুনছুর আলী।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসআই মোঃ লিটন মিয়া বলেন, গত বুধবার (০১ জুলাই) মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।