টাঙ্গাইলে নতুন করে আরো ৩২ জন আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০১ এএম, শুক্রবার, ২৬ জুন ২০২০ | ৭৬৮

টাঙ্গাইলে নতুন করে আরো ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫o৮ জনে।

আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, মির্জাপুর ১o জন, দেলদুয়ারে ২ জন, বাসাইল ২ জন, মধুপুর ১, গোপালপুর ১ জন, সখীপুর ১ জন, ঘাটাইল ১ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এনিয়ে জেলায় মোট ২o জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় পেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৩২ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্যে মধুপুর থানার এসআই, পুলিশ লাইনের পুলিশ সদস্য, সখীপুর থানার কনস্টেবল রয়েছেন। এছাড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ২ জন কনস্টেবল আক্রান্ত হয়। অপরদিকে টাঙ্গাইল নৌ পুলিশ ফাড়ির প্রধান সহকারী পুলিশ সুপারও করোনায় আক্রান্ত হয়েছেন।