শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন এরশাদ

আলোকিত প্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭ এএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ৬২১

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) ভোট দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।বৃহস্পতিবার সকাল নয়টা ৩৭ মিনিটের দিকে তিনি সেনপাড়ার শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এরপর বুথ থেকে বের হয়ে তিনি ভি চিহ্ন দেখান।

এ সময় তার সঙ্গে ছিলেন ভাই ও পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তারাও এই কেন্দ্রে ভোট দেন।

এখানে এরশাদ মনোনীত জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এই ভোট ঘিরে এরশাদ আগে থেকেই রংপুরে অবস্থান করছেন।

রসিক নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শীর্ষ তিন দলের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, জাপার মোস্তাফিজার রহমান মোস্তফা এবং বিএনপির কাওসার জামান বাবলা আলোচনার শীর্ষে রয়েছেন।

নির্বাচনে ১৯৩টি কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।