কোটচাঁদপুর শহরে

বাড়ির প্রাচীর ধ্বসে এক শিশুর মৃত্যু

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ সংবাদাতা
প্রকাশিত: ০৯:৫০ এএম, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭ | ৫৪১

ঝিনাইদহ কোটচাঁদপুর শহরে প্রাচীর ধ্বসে ৩ বছর বয়সী আভা নামে একটি মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আভা শহরের বানিয়াপাড়ার আনোয়ার হোসেনের একমাত্র সন্তান। সন্তানকে হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়। পুলিশ ও এলাকাবাসী জানায়,  গত কাল বুধবার সকাল সাড়ে দশটার দিকে আভা ও কয়েকটি শিশু প্রতিবেশী মেজবাহ আহমেদ টুটুলের বাড়ির প্রাচীরের পাশে খেলা করছিল।

এ সময় প্রাচীরের এক অংশ ভেঙে আভার গায়ের ওপর পড়ে। এ সময় প্রতিবেশিরা শিশু আভাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনেন।

কিন্তু কর্তব্যরত ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পরপরই কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা দুর্ঘটনাস্থলে যান।