টাঙ্গাইলে একদিনে আরো ২০টি পজিটিভ শনাক্ত; মোট ৩৭৯

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১০:৫৬ এএম, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০ | ১০৯৫

টাঙ্গাইলে প্রতিদিনই বেড়ে চলেছে নতুন আক্রান্তের সংখ্যা। আবারও একদিনে নতুন ২০টি নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ৩৭৯ জন। রোববার (১৮ জুন) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত ১১ জুন তারিখে পাঠানো ১৪৬টি নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ২০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মির্জাপুরে ৬টি, ভূঞাপুরে ৬টি, গোপালপুরে ৪টি, দেলদুয়ারে ২টি, সখিপুর ১টি ও ধনবাড়ী ১টি পজিটিভ শনাক্ত হয়েছে।

এই ২০টি সহ টাঙ্গাইলে সর্বমোট পজিটিভ ৩৭৯টি। এর মধ্যে এর মধ্যে মির্জাপুর ৯৫, সদর ৫৯, নাগরপুর ৩৩, কালিহাতী ৩২, মধুপুর ২৮, দেলদুয়ার ২৮, ঘাটাইল ২১, ধনবাড়ী ২১, গোপালপুর ২১, ভূঞাপুর ১৯, সখিপুর ১৪ এবং বাসাইল ৮।

এই সময়ে টাঙ্গাইলে ৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন।