মির্জাপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৫৮ হাজার ৫শত টাকা জরিমানা

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ | ৪১২

টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে চার হার্ডওয়্যার ও টিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা, এক মোটর সাইকেল চালককে ১ হাজার টাকা, এক লেগুনা চালককে ৫শত টাকা এবং মাস্ক না পরায় দায়ে ১০ জনকে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) মির্জাপুর পৌর সদরের ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেক।

গতকাল ১৫ জুন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের হোসেন, চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক না পরায় দায়ে পৌর সদরের বিভিন্ন এলাকায় ১০ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

উল্লেখ্য, উপজেলার পৌর এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় ৩নং পৌর ওয়ার্ড তথা বাজার এলাকাকে ১৬ ই জুন থেকে ২৫ শে জুন পর্যন্ত ১০ দিনের জন্য লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেক বলেন, করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান খুলে ব্যবসা পরিচালনা করছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।