কালিহাতীতে ভগবান শ্রীকৃষ্ণের পুণ্য জন্মাষ্টমী উদযাপন


টাঙ্গাইলের কালিহাতীতে শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের পুণ্য জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে এ উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুন:রায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার প্রমুখ।