বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে চালক নিহত


নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাক ও হাইএস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক শরীফুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সোনাপাহাড় গ্রামের মখলেছুর রহমানের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মখলেছুর রহমান জানান, রোববার ভোরে মাইক্রোবাসটি পাবনার ঈশ^রদীতে যাত্রী নামিয়ে চট্টগ্রাম ফিরে যাচ্ছিল। পথে গড়মাটি এলাকায় পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে।