টাঙ্গাইলে চিকিৎসকসহ নতুন আক্রান্ত ১৩


টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২, নাগরপুর ও ঘাটাইলে ১ জন করে এবং মির্জাপুর উপজেলায় ৯জন রয়েছেন।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান।
গত ৭ মে পাঠানো নমুনা পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলে ১৩ জন আক্রান্তের খবর নিশ্চিত হওয়া যায় বলেও তিনি জানান।