ধনবাড়ীতে গ্রাম পুলিশদের মাদক বিরোধী শপথ

হাফিজুর রহমান
প্রকাশিত: ০২:১৪ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭১

মাদক কে না বলি সুস্থ সুন্দর দেশগড়ি এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ধনবাড়ীর ৭ টি ইউনিয়নে কর্মরত সকল গ্রাম পুলিশ সদস্যদের সাথে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকান্ড রোধ কল্পে গ্রাম পুলিশ সদস্যদের কে তৎপর থাকার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ।

মত বিনিময় শেষে সকল গ্রাম পুলিশ সদস্যদের কে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান তিনি।এসময় ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাই টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।