দেশে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু, শনাক্তেও নতুন রেকর্ড

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, শুক্রবার, ১২ জুন ২০২০ | ৪৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৬ জনের প্রাণহানি হয়েছে। এটিই করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৯ জুন সর্বোচ্চ ৪৫ জন মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৫ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ৪৭১ জন। শনাক্তের দিক থেকেও এটি নতুন রেকর্ড। গত ৯ জুন দেশে আগের তুলনায় সর্বোচ্চ মৃত্যুর দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ডও কাটিয়ে ৩ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়। এরপর টানা তিনদিন তিন হাজারেরও বেশি করে রোগী শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। তবে আজ আগের সব সংখ্যাকে ছাড়িয়ে গেল। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে।

আজ শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

দেশের ৫৯ ল্যাবে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ৯৫০টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫০২ জন। সব মিলিয়ে সুস্থ হলেন ১৭ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। আর দেশে ভাইরাসটিতে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৬ শতাংশ, তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বিশ্লেষণ তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, মৃত ৪৬ জনের মধ্যে ৩৭ পুরুষ এবং নয়জন নারী। তাদের বয়স বিশ্লেষণে জানানো হয়, ২১-৩০ বছরের একজন, মারা যাওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের একজন রয়েছেন, ৮১ থেকে ৯০ একজন এবং একশ বছরের বেশি বয়সের একজন রয়েছেন।