মির্জাপুরে করোনা উপসর্গ নিয়ে টেইলার্স শ্রমিকের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩ পিএম, শুক্রবার, ১২ জুন ২০২০ | ৬৩৭

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জুন) ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার পরিবার। সে উপজেলার ১ নং মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের মো. কসিম মিয়ার ছেলে শাহ্আলম মিয়া (৩২)।

নিহত শাহ্আলম মিয়া টেইলার্সে দরজি শ্রমিকের কাজ করতেন বলে জানিয়েছেন মহেড়া ইউপি চেয়ারম্যান মো. বাদশা মিয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ইজাজুল হক বলেন, নিহত শাহ্আলম গত বুধবার (১০ জুন) কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যাথা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে এসে নমুনা দিয়ে যায়। পরদিন টেস্টের জন্য ঢাকার আইপিএস ল্যাবে নমুনা পাঠানো হয়। তবে নমুনা দেয়ার ২ দিন পরই তার মৃত্যু হয়। এখন পর্যন্ত তার নমুনার ফলাফল আমাদের কাছে এসে পৌঁছায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার দেহে উপসর্গ ছিল এবং গত বুধবার (১০ জুন) তার নমুনা সংগ্রহ করা হয়েছে। টেস্টের ফলাফল পেলেই বলা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।