কালিহাতীতে মাতৃত্বকালীন ভাতার টাকা বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, রোববার, ৭ জুন ২০২০ | ৫৯৪

টাঙ্গাইলের কালিহাতীতে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় নির্বাচিত উপকার ভোগীদের মাঝে মাতৃত্বকালীন ভাতার টাকা বিতরন করা হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১ টায় কালিহাতী পৌরসভা মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার কর্মজীবী উপকারভোগী তিন’শ মায়ের হাতে ওই ভাতার টাকা তুলে দেন।

কালিহাতী পৌর মেয়র আলী আকবর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার, পৌরসভার সচিব (ভারপ্রাপ্ত) শহীদুজ্জামান আকন্দ প্রমূখ।