টাঙ্গাইলে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৬:১০ পিএম, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ | ৫২৬৯

টাঙ্গাইলে বজ্রপাতে নবম শ্রেণীতে পড়ুয়া মো. অনিক (১৫) নামে এক ছাত্রের মৃত্যু নিহত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে। 

নিহত স্কুল ছাত্র ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

সত্যতা নিশ্চিত করে বাঘিল ইউনিয়ন পরিষদের ধরেরবাড়ী এলাকার ইউপি সদস্য মো. আব্দুল হক বলেন, বাড়ি পাশে ধান ক্ষেতে মা বাবার সাথে অনিক তাদের স্ক্রীমের খড় শুকাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি বজ্র তার উপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা জানাজা শেষে তার বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।