মৃত্যু ৪ লাখ ছুঁইছুঁই,সাড়ে ৬৫ লাখ ছাড়াল আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০১ এএম, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ | ৪৮৮
 
বিশ্বে এখন পর্যন্ত ৬৫ লাখ ৬৭ হাজার ৫৯২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।


বর্তমানে ৩০ লাখ ১০ হাজার ৬২৫ জন করোনা রোগীর মধ্যে ২৯ লাখ ৫৬ হাজার ৪২৫ জনের অবস্থা স্থিতিশীল। এছাড়া ৫৪ হাজার ২০০ জনের অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে টালমাটাল যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ১ হাজার ৭৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৪২ জন। এছাড়া সেখানে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৮ হাজার ৬৭০ জন।


তালিকার ২১ নম্বরে অবস্থান করা বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন এবং মারা গেছেন ৭৪৬ জন।