মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০১ এএম, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ | ৬৯০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মো. মাজেদুর রহমান নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের পাকুল্লা এলাকায় এ সড়ক দুর্ঘটনা হয়। 

তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বারড়া ইউনিয়নের উরাডাব গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে । 

গোড়াই হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা কনক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ভ ১৪-২৬২১) ঢাকার দিকে যাচ্ছিলো। মির্জাপুরের পাকুল্লা এলাকায় ওই মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। পরে মোটর সাইকেলের চালক মাজেদুর বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় মাজেদুর রহমানের বাবা শহিদুল ইসলাম আহত হয়। বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মাজেদুরের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।